Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বড়শিতে মাছের বদলে উঠে এলো ট্রলার মালিকের লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:৩৩ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:৩৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত


জয়ন্তী নদীতে ঝাঁপ দেওয়ার দুদিন পর বড়শিতে আটকে উঠে এলো ট্রলার মালিক ছিডু খানের (৩০) লাশ। জেলেদের মারধর থেকে রক্ষা পেতে গত সোমবার রাত ৮টার দিকে নদীতে ঝাঁপ দেন ছিডু খান।

গতকাল বুধবার বিকাল ৫টার দিকে বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের মৃধারহাট-ভেদুরিয়া খেয়াঘাট এলাকায় এক জেলের বড়শিতে আটকে যাওয়া লাশটি উদ্ধার করা হয়।

ছিডু খান চাঁদপুরের মতলবের সিকিরচর গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে।

মুলাদী থানা পুলিশের পরিদর্শক সাঈদ আহম্মেদ বলেন, জয়ন্তী নদীতে মাছ শিকারের জন্য বড় বড়শি ফেলেছিল জেলেরা। বড়শি তোলার সময় ছিডু খানের লাশ উঠে আসে। এ ঘটনায় মামলা ও অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview