Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে একই পরিবারের নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ১১:২৪ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ১১:২৪ AM

bdmorning Image Preview


ময়মনসিংহের শেরপুর সড়কের উপজেলায় প্রাইভেটকার উল্টে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (৩১ জানুয়ারি) রাত ৩টার দিকে ফুলপুর-শেরপুর আঞ্চলিক সড়কের আলালপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হামিদ মেম্বার (৬০) ও তার স্ত্রী সাহেরা বেগম (৫৫) এবং শফিকুল ইসলাম (৪০)। তাদের সবার বাড়ি শেরপুরে বলে জানা গেছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, প্রাইভেটকারে মোট ৬ জন শেরপুর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে শেরপুর সড়ক এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন তিনজন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

Bootstrap Image Preview