Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনায়াসে জয় তুলে নিলো নিউজিল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০১:১০ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০১:১০ PM

bdmorning Image Preview


পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে কিউইরা। বৃহস্পতিবার হ্যামিলটনের সেডান পার্কে জয়ে ফিরল নিউ জিল্যান্ড। বিধ্বংসী ট্রেন্ট বোল্ট, দোসর কলিন ডিগ্র্যান্ডহোম। এই দুই পেসারের দাপটেই মুখ থুবড়ে পড়ল ধোনি-কোহলিহীন টিম ইন্ডিয়া। ৯২ রানেই গুটিয়ে গেল রোহিতের ভারত। ৮ উইকেটে চতুর্থ একদিনের ম্যাচ জিতে সিরিজ ৩-১ করল কিউইরা। এর সঙ্গে প্রথমবার কিউয়িদের মাটিতে কিউয়িদের ক্লিন সুইপ করার যে সম্ভাবনা দেখেছিল ভারতীয় দল, তাতে আপাতত ইতি পড়ল।

ভারতকে ৯২ রানে গুটিয়ে দিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারের চতুর্থ বলেই প্যাভিলিয়নে ফেরেন গাপটিল। ভুবনেশ্বরের প্রথম তিন বলে থেকে ১৪ রান তুলে চতুর্থ বলে পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। অন্য ওপেনার নিকোলস ও অধিনায়ক উইলিয়ামসনের দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ২৫ রান। ১৮ বলে ১১ রান করে অধিনায়ক আউট হলেও মাত্র ১৪.৪ ওভারের দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নিকোলস-টেলর জুটি।

৪২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন নিকোলস। অন্যদিকে দ্রুত ম্যাচ শেষ করার পথে ২৫ বলে অপরাজিত ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রস টেলর। ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় কিউয়িরা। দু’টি উইকেটই নেনে ভুবনেশ্বর। আগামী রবিবার ওয়েলিংটনে পঞ্চম তথা শেষ ওয়ান ডে’তে মুখোমুখি হবে দুই দল।

Bootstrap Image Preview