Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোহলিদের সর্বনিন্ম স্কোর- বড় পরাজয়ের তালিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০২:৩৫ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০২:৩৫ PM

bdmorning Image Preview


কিউয়ি পেস অ্যাটাকের সামনে চতুর্থ ওয়ান ডে’তে লজ্জার ইনিংস গড়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। ওয়ানডে ইতিহাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বনিন্ম স্কোর পেরিয়ে গেলেও কিউয়িদের মাটিতে বৃহস্পতিবার সর্বনিম্ন স্কোরে অল আউট হয় ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এর আগে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৮৮। এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০.৫ ওভারে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে ২ উইকেট হারিয়ে ১৪.৪ ওভারে সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড। 

ওয়ান ডে ক্রিকেটে ভারতের সর্বনিম্ন রানের ইনিংস এসেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় দু’দশক আগে। ২০০০ শারজার মাটিতে মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় ইনিংস। সেই নিরীখে বিচার করলে হ্যামিলটনে রোহিতদের ইনিংস সর্বনিম্নের তালিকায় থাকবে সাত নম্বরে।

একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা:

৫৪ বিপক্ষ শ্রীলঙ্কা – শারজা (২০০০)
৬৩ বিপক্ষ অস্ট্রেলিয়া – সিডনি (১৯৮১)
৭৮ বিপক্ষ শ্রীলঙ্কা – কানপুর (১৯৮৬)
৭৯ বিপক্ষ পাকিস্তান – শিয়ালকোট (১৯৭৮)
৮৮ বিপক্ষ নিউজিল্যান্ড – ডামবুলা (২০১০)
৯১ বিপক্ষ দক্ষিণ আফ্রিকা – ডারবান (২০০৬)
৯২ বিপক্ষ নিউজিল্যান্ড – হ্যামিলটন (২০১৯)

অন্যদিকে বলের হিসেবে ২১২ বল হাতে রেখে জয় পায় নিউজিল্যান্ড। বলের হিসেবে ভারতের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় হার এটিই। এর আগে ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ২০৯ বল বাকি থাকতে ৮ উইকেটে হেরেছিল ভারত, সেটিই ছিল এতদিন পর্যন্ত বলের হিসেবে তাদের সবচেয়ে বড় হার।

তবে রানের হিসোবে রানের ভারতের সবচেয়ে বড় হারটিও শ্রীলঙ্কার বিপক্ষেই। শারজায় ২০০ সালে লঙ্কানদের কাছে ২৪৫ রানে হেরেছিল ভারত। এছাড়া ২০১৫ সালে ঘরের মাঠ মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ২১৪ রানে হারের রেকর্ড আছে তাদের।

Bootstrap Image Preview