Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় গবেষণা সংস্থার আজীবন সদস্য হলেন অধ্যাপক আব্দুল আউয়াল

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৪:৫৪ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য সামাজিক গবেষণা বিষয়ক সংস্থা ‘নর্থ-ইস্ট ইন্ডিয়া কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ’ (এনইআইসিএসএসআর) এর আজীবন সদস্য হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস।

সম্প্রতি উক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তার হাতে এ সম্মননা তুলে দেন বলে জানান ড. আব্দুল আউয়াল বিশ্বাস। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে সাংবাদিকদের এসব বিষয় জানান তিনি।

তিনি বলেন, দেশের শিক্ষার মনোন্নয়ন ও গবেষণার মান উন্নয়নে আজীবন কাজ করে যাব। শিক্ষা ও গবেষণায় আগামীর বাংলাদেশ বিশ্ব দরবারে একটি রোল মডেল হিসেবে গড়ে উঠবে বলে আমার প্রত্যাশা। এ জন্য আমাদের সকলের জ্ঞানকে গুনগত ও পরিকল্পনা মাফিক উপায়ে কাজে লাগাতে হবে।

বর্তমানে অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস শাবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর আগে তিনি নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ইন্ডিয়ান এনথ্রোপলোজিক্যাল সোসাইটি (কলকাতা), ইন্ডিয়ান সোশিয়লজিক্যাল সোসাইটি (দিল্লী) আজীবন সদস্যপদ লাভ করেন।

উল্লেখ্য, বাংলাদেশে নৃবৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন, দক্ষিণ এশিয়ার এথনোগ্রাফি এবং সমাজ ও সংস্কৃতির উন্নয়ন ও গবেষণায় অবদান রেখে চলছেন তিনি।

Bootstrap Image Preview