Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চীনে গাধা পাঠাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৫:৫৬ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৫:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক গাধা রয়েছে পাকিস্তানে। এ সংখ্যা প্রায় ৫০ লাখ। তবে বিশ্বে সর্বোচ্চ সংখ্যক গাধা রয়েছে চীনে। পাকিস্তানের রফতানি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে এর আগে দেশটিতে গাধার খামার সম্প্রসারণের ঘোষণা দেয় খাইবার পাখতুন খাওয়া প্রদেশের গবাদি পশু অধিদফতর।

পাকিস্তানের প্রথম প্রদেশ হিসেবে খাইবার পাখতুন খাওয়াই গাধার খামার গড়ার এ ঘোষণা দেয়। পাখতুন খাওয়ার এই ঘোষণার পর লাহোরে প্রথম গাধা হাসপাতাল চালু করা হয়। দেশটিতে সর্বোচ্চ সংখ্যক গাধা পালন করা হয় লাহোরে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বিদেশি অর্থায়নে ডেরা ইসমাইল খান ও মানসেহরা এলাকায় দুটি গাধা ফার্ম গড়ে তোলা হয়েছে।

এক প্রতিবেদনে জিও টিভি বলছে, পাকিস্তানে গাধার খামার গড়ে তোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে চীন। বেইজিংয়ের সরকারি একটি কোম্পানির সঙ্গে এব্যাপারে চুক্তি স্বাক্ষর করতে চায় ইসলামাবাদ সরকার। গাধার বাণিজ্যিক উৎপাদনের জন্য পাকিস্তানে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের প্রস্তুতি নিয়েছে চীন।

চুক্তি স্বাক্ষর হলে প্রথম তিন বছরে চীনে ৮০ হাজার গাধা রফতানি করা হতে পারে বলে প্রত্যাশা করেছে ইসলামাবাদ।

Bootstrap Image Preview