Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্টের বৈঠক: ৬ ফ্রেব্রুয়ারি কালো ব্যাজ কর্মসূচি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৬:০২ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৬:০২ PM

bdmorning Image Preview


একাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যান, নির্বাচন বাতিল ও পুন:নির্বাচনের দাবিতে আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই সঙ্গে নির্বাচনে ক্ষতিগ্রস্তদের গণশুনানি নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বৃহৎ বিরোধী রাজনৈতিক এ জোট। 

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠকটি চলে প্রায় ২ ঘণ্টা ধরে। 

বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা রেজা কিবরিয়া প্রমুখ। 

Bootstrap Image Preview