নিষিদ্ধ থাকা অবস্থায় নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরেছেন সাব্বির রহমান। বিষয়টা অলৌকিক মনে হলেও টিম ম্যানেজমেন্টের সিন্ধানে দলে এসেছেন তিনি। কিন্তু তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়ায় কিভাবে দলে ফিরলেন তা নিয়ে চারিদিকে হৈচৈ পড়ে গিয়েছে। দেশে ছাড়িয়ে সেই কৌতূহল চলে গিয়েছে সূদুর নিউজিল্যান্ডে।
নিউজিল্যান্ডের খ্যাতনামা সংবাদমাধ্যম ‘স্টাফ’-এ শিরোনাম, ‘নিষেধাজ্ঞা শেষ হওয়ার তিন সপ্তাহ আগেই নিষিদ্ধ ক্রিকেটারকে নিউজিল্যান্ড সফরের দলে নিল বাংলাদেশ।’ এই প্রতিবেদনে শুরুতেই বলা হয়েছে, ‘শাস্তির মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহ আগেই নিষিদ্ধ ব্যাটসম্যান সাব্বির রহমানকে নিউজিল্যান্ড সফরে দলে টানার কারণ হিসেবে বোঝাবুঝির ভুলকে দোষারোপ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’
সংবাদমাধ্যমটি আরও লিখেছে,সাব্বিরের শাস্তি নিয়ে ‘ইউ-টার্ন’ নিয়েছে বিসিবি, ‘পেশাদার প্রতিষ্ঠান হিসেবে তাঁরা হাস্যরসের বিষয়বস্তু। এ ছাড়াও সব মিলিয়ে বাংলাদেশ দলের সংস্কৃতি নিয়ে এটি বিপজ্জনক বার্তাও।’
দলের প্রয়োজনে টিম ম্যানেজমেন্ট যাকে খুশি তাকেই নিতে পারে। তাতে কোন সমস্যা নেই কিন্তু সাব্বিরকে যে ভাবে নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা -সমালোচনা হওয়ায় স্বাভাবিক। সাব্বিরের দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে মাশরাফির বক্তব্য ছিলো, শুধু আমার ইচ্ছেতেই সাব্বির নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পায়নি। এটা আসলে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক- সবার সিদ্ধান্ত। আমি শুধু মতামত দিতে গিয়ে সাব্বিরের পক্ষে যুক্তি দিয়েছি; কিন্তু আমি জোর করে সাব্বিরকে দলে নেয়ার দাবি করেছি, সেটা ঠিক নয়।’
কিন্তু নিউজিল্যান্দের সংবাদমাধ্যম ক্যাপ্টেন মাশরাফির এই বক্তব্য নিয়ে তেমন কোন কথাই লিখেনি। তবে সব কিছু ছাপিয়ে সাব্বিরের এই বিষয় এখন হাস্যকরই বলা যায়।
সাব্বিরের এই আলোচনা থামতে না থামতেই আবার নতুন সমালোচনার জন্ম দিলো বিসিবি। অফ ফর্মে থাকার কারণে দলের ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েসকে নিউজিল্যান্ড সিরিজে বাদ দেওয়া হয়। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার তাকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।এবার এই বিষয় নিয়ে চারিদিকে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়ে গিয়েছে।
টাইগারদের ওয়ানডে দলঃ মাশরাফি বিন মর্তুজা (ক্যাপ্টেন), সাকিব আল হাসান (ভাইস ক্যাপ্টেন), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, নাইম হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদও সাব্বির রহমান ও ইমরুল কায়েস।
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- তৃতীয় ওয়ানডে ম্যাচ- ২০ ফেব্রুয়ারী ভোর ৪টা। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- প্রথম টেস্ট ম্যাচ- ২৮ ফেব্রুয়ারী - ভোর ৪টা।
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- দ্বিতীয় টেস্ট ম্যাচ- ৮ মার্চ - ভোর ৪টা। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- তৃতীয় টেস্ট ম্যাচ- ১৬ মার্চ- ভোর ৪টা।