সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের অভিযানে মাদার নদী থেকে নিষিদ্ধ ১২শ' মিটার বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর।
পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন রায়নগর পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ ও ভেটখালী কোষ্ট গার্ড সদস্যবৃন্দ প্রমুখ।
এসময় উপজেলা মৎস্য অফিসার বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে সকল নদীতে জীব বৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে র্যাব,পুলিশ,কোষ্ট গার্ড ,নেীপুলিশ সকলের সম্মিলিত অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত সোমবার মুন্সিগঞ্জ ইউপির মালঞ্চ নদী থেকে ১২শত মিটার বেহুন্দি জাল মোবাইল কোট পরিচালনা করে আটক করা হয় এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সুজন সরকার।