নিউজিল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়ার এখনো পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়নি। ওয়ানডে সিরিজ শেষ হলেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে রোহিত শর্মারা।
ভারতের বিপক্ষে এই সিরিজের পরেই বাংলাদেশের সঙ্গে তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যন্ড আন্তর্জাতিক ম্যাচ সিডিউলে আপাতত এমনটাই লিখা আছে।
কিন্তু আজ হঠাৎ জানা গেল, বিশ্বকাপের আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ভারত।প্রস্তুতিমূলক ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৮ মে। প্রথমটি অনুষ্ঠিত হবে ওভালে এবং দ্বিতীয়টি কার্ডিফে।
বিশ্বকাপের আগে অফিসিয়ালি যে প্রস্তুতিমূলক ম্যাচ অনুষ্ঠিত হবে তার আগেই দুই দলের (ভারত ও নিউজিল্যান্ড) সঙ্গে লড়বে বাংলাদেশ।
কারণ বিশ্বকাপের আগে চারটি ভ্যানু নির্ধারণ করে দেয়া হয়েছে প্রস্তুতিমূলক ম্যাচ আয়োজনের জন্য। যার একটি কার্ডিফ এবং অন্যটি ওভাল। এছাড়া ব্রিস্টল-সাউথম্পটনও রয়েছে তারিকা। সেখানে অংশগ্রহণকারী প্রতিটি দলটি দুটি করে ম্যাচ খেলার সুযোগ দিবে আইসিসি।