বিপিএলের শুরুতে একটু অফ ফর্মে থাকলেও শেষের দিকে ভয়ানক হয়ে উঠেছেন ইংলিশ ব্যাটসম্যান আলেক্স হেলস । চট্টগ্রামের মাটিতে করেছেন বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও।
দুর্দান্ত এই ফর্মে থাকা খেলোয়াড় কাঁধের ইনজুরির কারণে বিপিএল শেষ না করেই দেশে ফিরে যাচ্ছেন।আজ বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের কোচ টম মুডি।
হেলসের চলে যাওয়া নিয়ে মুডি জানান, ‘আমরা গত রাতে খবরটি পেয়েছি। তাকে লন্ডনে ফিরে যেতে হবে বাঁ-কাঁধের চিকিৎসার জন্য। গত ম্যাচে সে বাঁ-কাঁধে ব্যাথা পেয়েছিলো। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) অনুরোধ করেছে, হেলসকে দেশের পাঠিয়ে দিতে এবং সেখানে চিকিৎসকের পরামর্শ নিতে। দেশে ফিরলে তার কাঁধের এমআরআই করানো হবে। দুর্ভাগ্যজনকভাবে তার টুর্নামেন্টটি শেষ হয়ে গেছে। দলের মধ্যে তার গুরুত্ব বুঝিয়েছিলো সে। তবে আমাদের বেশ ক’জন মানসম্পন্ন খেলোয়াড় আছে যারা টপ অর্ডারের অভাব পূরণ করবে।’
বিপিএলের এবারের আসরে রংপুর রাইডার্সের জার্সি গায়ে ৮ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ১৬৭ স্ট্রাইক রেটে ৩০৪ রান করেছেন হেলস।