Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোমরা স্থলবন্দরে অটোমেশন বাস্তবায়নের বিষয়ে সভা

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৮:৩১ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৮:৩১ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অটোমেশন বাস্তবায়নের বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় ভোমরা স্থলবন্দর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. রেজাউল করিম, ভোমরা শুল্ক স্টেশনের সহকারি কমিশনার মনিরুল হক সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, ভোমরা ইমিগ্রেশন চেক পোস্টের অফিসার ইনচার্জ জুয়েল আহমেদ, ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি মো. আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম প্রমুখ।

সভায় ভোমরা স্থলবন্দরে অটোমেশন বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত ও ভোমরা বন্দরের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

Bootstrap Image Preview