ঘরের মাঠে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল । এই জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টাইগার যুবরা।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৬ রানের লড়াকু স্কোর পায় ইংলিশরা।
চার নম্বরে ব্যাট হাতে নেমে ৬টি চার ও ২টি ছক্কায় ৯১ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন লুইস গোল্ডওর্দি । এছাড়া জ্যামি স্মিথ ৪৮ ও উইল সামিদ ৪৩ রান করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে ৮ ওভারে ৫০ রানে ৪ উইকেট নেন মৃত্যুঞ্জয়।
জবাবে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ওপেনার তানজিদের মারুমুখী ব্যাটিং-এ ১২ দশমিক ২ ওভারে ৮৮ রানে পৌঁছে যায় স্বাগতিকরা। আরেক ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ৩১ রান করে ফিরেন। তবে হাফ-সেঞ্চুরি তুলে দলের রানের চাকা সচল রেখেছিলেন তানজিদ। শেষ পর্যন্ত ১২টি চার ও ১টি ছক্কায় মাত্র ৪৬ বলে ৭০ রান করেন তানজিদ।
তানজিদের বিদায়ের পর বাংলাদেশের জয়ের পথ পরিস্কার করেছেন মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক আকবর আলী। দলপতি ৫৭ রানে থেমে গেলেও ৫৮ রানে অপরাজিত থেকে বাংলাদেশ ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দেন জয়। ১৩ বল বাকী রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তানজিদ।
২ ফেব্রুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।