জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার হাটগোপালপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলো-ওই গ্রামের সোনা উল্লাহ ছেলে ইয়ারুল শেখ (৩৫), নজরুল শেখ (৫০) নজরুল শেখের স্ত্রী পারসিনা আক্তার (৪৫), মৃত গফুর বিশ্বাসের ছেলে আবু তালেব (৬৫), আসলাম হোসেনের ছেলে সীমান্ত (২০), আবু তালেবের ছেলে ইউনুস আলীসহ (৪০) ১০ জন।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, হাটগোপালপুর গ্রামের নজরুল ইসলাম ও একই গ্রামে আবু তালেব উত্তরপাড়া গ্রামের মাঠে ধান ক্ষেতে সেচ দিতে যায়। এ সময় উভয়ের ক্ষেত পাশাপাশি হওয়ায় পানি দেওয়া নিয়ে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আবু তালেবের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।