রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ‘সিসিম পিঠা উৎসব ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শতাধিক শিশুদের পিঠা খাওয়ানো হয়।
‘সমি ইনস্টিটিউট অব স্টক মার্কেট’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি বুদ্ধিজীবী ফলকের সামনে এ পিঠা উৎসবের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি বুদ্ধিজীবী ফলকের সামনে মোমবাতি জ্বালিয়ে শিশুদের হাতে হাতে পিঠা তুলে দেন সিসিম এর প্রেসিডিয়াম সদস্য ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড.মনিরুল হক ও সিসিম এর সদস্যরা। এ সময় আরও ছিলেন মুক্তধারা স্কুলের শিক্ষক ও বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের রাবি শাখার সদস্য শফিকুল ইসলাম চানরাজ, আব্দুল্লাহ আল কাদির।
মনিরুল হক বলেন, স্টক মার্কেট নিয়ে ‘সমি ইনস্টিটিউট অব স্টক মার্কেট’ নামে একটি গ্রুপ আছে। আমিও তাদের একজন প্রেসিডিয়াম সদস্য। তারা মার্কেট সম্পর্কে বিশ্লেষণ করে থাকে, তাদের মাথা থেকে এ ধারণাটি আসে। শীতের মধ্যে তারা পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এর ধারাবাহিকতায় আজকের পিঠা উৎসবের আয়োজন করে। শিশুরা যে যত পিঠা খেতে পারে তাদেরকে তত পিঠা খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, আমাদের সাথে যদি অন্যরাও এগিয়ে আসে তাহলে একদিকে সুবিধাবঞ্চিত শিশুরা অন্তত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় এসে একবেলা খেতে পারবে অন্যদিকে শিশুদের শিক্ষার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হবে।
সুবিধাবঞ্চিত সাথী নামের এক শিশু বলেন, আমরা এখানে সবাই মিলে এসে পিঠা খাচ্ছি, অনেক ভালো লাগছে। আমরা আবারও পিঠা খেতে চাই।