নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. বিল্লাল হোসেন (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীর পেটের ভেতর থেকে ২২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার বিসমিল্লাহ হাউজ নামের একটি বাসায় র্যাব-১১ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসময় তার বাসায় তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা সাথে আরো ২ শত পিস ইয়াবাসহ মোট ২ হাজার ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
এছাড়াও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তার স্ত্রী লিপি বেগম (৪০) ও ছেলে অয়নকেও (২৫) গ্রেফতার করা হয়।
জানা যায়, র্যাব-১১ এর একটি বিশেষ দল বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোরে তার বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বিল্লালকে আদমজী আলিফ ডায়গনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। পরে সে বিশেষ কৌশলে পায়ুপথে ২ হাজার ২’শ পিস ইয়াবা বের করে দেয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানানো হয়।