Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাবিতে বিএনপি জোটের কাছে আওয়ামীপন্থীদের পরাজয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ১০:১৫ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ১০:১৫ PM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ জোটের কাছে আওয়ামীপন্থী একাংশ বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ।

নির্বাচনে সাবেক ভিসি শরিফ এনামুলপন্থী শিক্ষক সমাজ, বাম শিক্ষকমঞ্চ ও বিএনপি সমর্থিত সম্মিলিত শিক্ষক সমাজ মোট পনেরোটি পদের মধ্যে সভাপতি-সম্পাদক পদসহ দশটিতে নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় অর্জন করে।

সম্মিলিত শিক্ষক সমাজ জোট থেকে বিজয়ীরা হলেন- সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, ট্রেজারার অধ্যাপক মনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক লাইজু নাসরিন এবং সদস্য পদে অধ্যাপক শাসছুল আলম সেলিম, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক সাঈদ ফেরদৌস ও অধ্যাপক সৈয়দ হাফজুর রহমান।

এ ছাড়াও ভিসিপন্থী ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ থেকে পাঁচটি পদের মধ্যে সহ-সভাপতি অধ্যাপক যুগল কৃষ্ণ দাস এবং সদস্য পদে অধ্যাপক ড.এ এ মামুন, অধ্যাপক রাশেদা আক্তার, সহযোগী অধ্যাপক আয়শা সিদ্দিকা রাসু ও সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন নির্বাচিত হয়েছেন।

Bootstrap Image Preview