Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবি ছাত্রলীগের ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ১০:২৯ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বর, মুক্তমঞ্চ, চেতনা- ৭১, শহীদমিনারসহ বিভিন্ন জায়গা 'ক্লিনক্যাম্পাস কর্মসূচি পালন করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের সভাপতি এল আর রাসেল, সেক্রেটারি নাঈম ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল আমীন সহ সমাজবিজ্ঞান অনুষদের নেতাকর্মী এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্নস্তরের নেতাকর্মীবৃন্দ।

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের সভাপতি এল আর রাসেল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রলীগ সমাজ কল্যাণে অবিস্মরণীয় ভূমিকা পালন করে আসছে। সেই পথ অনুসরণ করে সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগ শীত বস্ত্র বিতরণ, ক্লিন ক্যাম্পাস কর্মসূচি করেছে। অতি শীগ্রই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই কল্যাণমূলক কর্মসূচিসমূহ অব্যাহত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।

Bootstrap Image Preview