Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে প্রেম করতে না পারায় মেয়েদের হত্যার হুমকি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ১০:৩৪ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ১০:৩৪ PM

bdmorning Image Preview


২৭ বছর বয়সে একটিও প্রেম করতে না পারার আক্ষেপে সব মেয়েদের মেরে ফেলার পরিকল্পনার দায়ে ক্রিস্টোফার ওয়েইন ক্লেয়ারি নামে যুক্তরাষ্ট্রে এক যুবককে গ্রেফতার করেছে কলোরাডো অঙ্গরাজ্যের পুলিশ।

গত ২০ জানুয়ারি তাকে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে নেওয়া হলে তিনি জবানবন্দিতে জানান, ২৭ বছর বয়স হওয়া সত্যেও তার কপালে কোন প্রেমিকা না জোটার কারণে সেই হতাশা থেকেই তিনি এমন ভয়ংকর সিধান্ত নেন।

তবে তিনি জানান, হাজার হাজার নয়, আমি শুধু একজন প্রেমিকা চেয়েছিলাম। কাড়ি কাড়ি অর্থেরও দরকার নেই আমার।

মার্কিন পুলিশ প্রসাশন জানায়, ওই যুবক বিষণ্ণতা থেকে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সকল মেয়েকে হত্যার হুমকি দিয়ে একটি পোস্ট করেন। যাতে লিখা ছিল আমি শুধু ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু ২৭ বছর বয়সে এসেও কেউ আমার দিকে ভ্রুক্ষেপ করে না। তাই শিগগিরই আমি জনাকীর্ণ কোনও একটা জায়গায় যত মেয়েকে দেখব, গুলি চালিয়ে তাদের সবাইকে হত্যা করব।

তবে মার্কিন ওই যবুকের এমন লোমহর্ষক পোস্ট দেয়ার তথ্য যুক্তরাষ্ট্র পুলিশের কানে আসার পর তাকে ধরতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। পরদিনই কড়া নজরদারি চালিয়ে তাকে আটক করা হয়

Bootstrap Image Preview