চলতি বিপিএলে দারুণ ছন্দে আছে চিটাগং ভাইকিংস । ইতোমধ্যে প্লে-অফ পর্বে খেলা নিশ্চিত করেছে দলটি। জয়ের এই ছন্দ ধরে রাখার জন্য দলে ভিড়ালেন আরেক প্রোটিয়া পেসার হারদুস ভিলজয়েন।
ভিলজয়েনের বিষয়টি নিশ্চিত করেছে চিটাগং ভাইকিংসের এক কর্মকর্তা।
২৯ বয়সী এই প্রোটিয়া পেসার মাত্র একটি টেস্ট খেলেছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারে।সেটাও ২০১৬ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। তবে ঠিকই ঘরোয়া লিগগুলোতে সরব উপস্থিতি রয়েছে তার।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন লিগে খেলা ভিলজয়েন এখন পর্যন্ত টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ৮৭ টি। উইকেট পেয়েছেন ৯৮ টি। সেরা বোলিং ফিগার ১৬ রান খরচায় পাঁচ উইকেট।