ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রকাশ্যে ‘মিথ্যা’ বলার অভিযোগ তুললেন সংগীত পরিচালক বিশাল দাদলানি। গত বুধবার নিজের টুইটারে এ কথা লেখেন বলিউডের এই সুরকার।
ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি গুজরাতে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি বলেন, ‘এনডিএ সরকারের জমানায় কোনো ধর্ষককে ছাড়া হবে না। তিন দিন কিংবা সাত দিন কিংবা ১১ দিনের মাথায় বড়জোর এক মাস, তারমধ্যেই শাস্তি পাবে ধর্ষকরা।’ ধর্ষকদের শাস্তি দেওয়ার কথা উল্লেখ করে মোদি সরকার 'মিথ্যা' প্রচার করছেন বলে অভিযোগ করেন বিশাল।
টুইটারে বিশাল বলেন, কোন ধর্ষককে ফাঁসি দেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী এবার তার নাম উল্লেখ করুন। পাশাপাশি সেই ধর্ষকের ফাঁসির দিন-তারিখও দিয়ে প্রকাশ করুন দয়া করে। শুধু তাই নয়, লোকসভা নির্বাচন সামনে। কিন্তু নিজেদের এইসব এজেন্ডা দিয়ে ভারতের মেয়েদের যন্ত্রণা কম করতে পারবেন না।
প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে জড়িত বিশাল দাদলানি। ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনের সময় আম আদমি পার্টির হয়ে একাধিক প্রচারণার গান লিখেছেন তিনি।