Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চকরিয়া আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি লুৎফুল, সাধারণ সম্পাদক হাবিব

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, (চকরিয়া) কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩২ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩২ AM

bdmorning Image Preview


সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে চকরিয়া আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৯।

বৃহস্পতিবার (৩১জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ কার্যক্রম।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মো. লুৎফুল কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন এডভোকেট মোহাম্মদ আলী। আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট আলহাজ্ব হাবিব উদ্দিন মিন্টু। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন এডভোকেট ওমর ফারুক।   

এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মুজিবুল হক ও শফিউল মোস্তফা নূরী।

নব-নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, এডভোকেট নূরুল হুদা, এডভোকেট এইচ.এম শহিদুল্লাহ চৌধুরী ও এডভোকেট হেফাজ উদ্দিন। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে এডভোকেট সাইদুর রহমান, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট শাহরিয়ার ফয়সাল, আপ্যায়ন সম্পাদক পদে এডভোকেট জাহেদ নেওয়াজ  এবং জেলা প্রতিনিধি পদে এডভোকেট মাঈন উদ্দিন নির্বাচিত হন।

নির্বাচন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট জসিম উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট আলহাজ্ব ওমর আলী ও এডভোকেট ও.কে.এম শেখ সাদী।

এদিকে সভাপতি এডভোকেট লুৎফুল কবির ও সাধারণ সম্পাদক এডাভোকেট হাবিব উদ্দিন মিন্টুসহ নব-নির্বাচিত কর্মকর্তাগণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ায় সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

Bootstrap Image Preview