Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় দলকে খোঁচা দিয়ে ট্রোলড মাইকেল ভন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৮ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৮ AM

bdmorning Image Preview


হ্যামিলটনে বৃহস্পতিবার মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায় ভারত। যা ভারতীয় সমর্থকদের কাছে বেশ হতাশার ছিল। কিন্তু এই পরিস্থিতিতে ভারতীয় দলকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯২ রানে। সহজ জয় পেয়েছে নিউ জিল্যান্ড। এমন ব্যাটিং বিপর্যয়ে ভারত শেষ কবে পড়েছে অনেকেই মনে করতে পারছিলেন না। এমনকী মাইকেল ভনও এতে অবাক। তবে ব্যাপারটাকে যেভাবে বলতে এলেন তিনি সেটাকে হয়তো খোঁচা দেওয়াই বলে! টুইটারে ভন লিখলেন, ''মাত্র ৯২ রানে অলআউট!...এই সময়ে কোনও দল ১০০ রানের নিচে গুটিয়ে যেতে পারে! ঠিক বিশ্বাস হচ্ছে না।" ব্যস, এর পরই তাঁকে পাল্টা দিতে আসরে নামে ভারতীয় ক্রিকেট সমাজ। 

ভারতীয় ক্রিকেটের ভক্তরা ভনের মন্তব্যকে ভালভাবে নেয়নি। গত সপ্তাহে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৭ রানেই শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ড। এক ভক্ত তো বলেই দিলেন, '‌ইংল্যান্ড ৭৭ রানে অলআউট।'‌ আর এক ভক্ত বলেছেন, '‌ভাবা যায়!‌ আজকের দিনে কোনও দল ৭৭ রানে আউট হয়ে যেতে পারে।'‌

অপর এক ভক্ত বলেছেন, '‌সিরিজ জয়ী ভারতীয় দল কোহলি ও ধোনিকে ছাড়া ৯২ তুলল। তাও আবার র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ‌আর শক্তিশালী ইংল্যান্ড দল ৭৭ রানে আউট হয়ে গিয়েছিল আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।'‌ আবার কেউ বলেছেন, '‌এই গ্রহের সবচেয়ে বেশি ক্রিকেট খেলা দল ৭৭ রানে শেষ হয়ে যেতে পারে!‌'‌ আর একজনের কথায়, '‌৯২ খুব অল্প রান। কিন্তু ৭৭ তো আরও কম।'‌ এক ভক্ত বলেছেন, '‌সম্প্রতি একটা দল ৭৭ রানে আউট হয়ে গেছে। তাও আবার টেস্টে।

Bootstrap Image Preview