ঈশ্বর চেয়েছিলেন বলে ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স। ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ক-সিবিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
স্যান্ডার্স আরো বলেন, আমি মনে করি, ঈশ্বর আমাদের সবাইকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করতে বলেন এবং আমার বিশ্বাস, তিনি চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হোন। এবং সেই কারণেই তিনি সেখানে।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দারুণ কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।