কক্সবাজারের উখিয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের দাফন সম্পন্ন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে খয়রাতি পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে শেষ বিদায় জানানো হয় তাকে।
এসময় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী ও পুলিশের একটি চৌকষ দল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে গার্ড অব অর্নার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ক্যাপটেন আব্দুস সোবহান, উপজেলা কমান্ডার পরিমল বড়ুয়া, মুক্তিযোদ্ধা মধূসুদন দে, মুক্তিযোদ্ধা সুলতান আহমদ, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, বিশিষ্ট সংবাদিক তোফাইল আহমদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্থরের প্রচুর মানুষ জানাযায় অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনারের পর বিকাল ৫টায় জানাযার নামাজ শেষে তাকে খয়রাতি পাড়া জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৯ বছর।
মরহুমকে বিদায় জানাতে আসা তাঁর সহযোগী মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনরা বলেন, তিনি ছিলেন অত্যন্ত সাহসী একজন যোদ্ধা। জীবন বাজি রেখে তিনি অনেকগুলো অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন। যুদ্ধকালীন সময়ে অনেকবার তিনি মৃত্যুর হাত থেকেও ফিরে এসেছেন। এবং দেশ ও সমাজের কল্যাণের জন্য কাজ করেছেন। মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে জান্নাত লাভের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।