Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাতিয়ায় সৈয়দ আশরাফুল ইসলাম গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

তাজুল ইসলাম তছলিম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৪ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৪ AM

bdmorning Image Preview


নোয়াখালীর হাতিয়ায় সৈয়দ আশরাফুল ইসলাম গোল্ডকাপ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ উদ্বোধন হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) খেলা কমিটির আহবায়ক শাকিল শামীমের সভাপতিত্বে হাতিয়া দ্বীপ সরকারি কলেজর অধ্যক্ষ প্রফেসর দেবব্রত দাস গুপ্ত প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। 

উক্ত টুর্নামেন্টে মোট ৩৩ টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে মাষ্টার পাড়া ক্রিকেট একাদশ এবং খবির মিয়া বাজার ওয়েস্টার্ন ক্রিকেট একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। 

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল ইসলামের জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা মুহাম্মদ মামুন। 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাতিয়া পৌরসভার মেয়র একেএম ইউছুফ আলী, উপাধক্ষ তোফায়েল হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক  রেজাউল হাসান   প্রমুখ।

উল্লেখ্য, প্রয়াত রাজনীতিবিদ সৈয়দ আশ্রাফুল ইসলামের স্মৃতি ধরে রাখতে  ২০১৯ সাল থেকে টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা হাতিয়া আসনের এমপি পুত্র আশিক আলী অমির সার্বিক সহযোগিতায় হাতিয়া ও হাতিয়াস্থ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্ধ এ প্রতিযোগিতার আয়োজন করে।

Bootstrap Image Preview