Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজের ১ সপ্তাহ পর মর্গে মিলল সৌদি প্রবাসীর লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৭ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৭ AM

bdmorning Image Preview


নিখোঁজের ৭ দিন পর গতকাল হাসপাতালের মর্গে খুঁজে পাওয়া গেলো সৌদি আরব প্রবাসী শাহ আলমের (৫০) লাশ। দীর্ঘ ২২ বছর যাবত তিনি প্রবাসে কাজ করছেন।

বৃহস্পতিবার(২৪ জানুয়ারি) রাতে বাসায় মোবাইল রেখে বাহিরে গিয়ে নিখোঁজ হন তিনি। নিহত শাহ আলম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আব্দুল হক মজুমদারের ছেলে।

মৃত শাহ আলমের ছেলে ইউসুফ ও ছোট ভাই প্রবাসী মোস্তফা কামাল মজুমদার জানান, বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে বাসায় মোবাইল রেখে বাহিরে গেলে তিনি আর বাসায় ফিরে আসেননি। মোবাইলে সেটে কল দিয়ে দেখেন বাসার ভেতর মোবাইলে রিং হচ্ছে, আশপাশের সবাই তাকে নানান জায়গায় খোঁজ করেন। পরে মালিক বিভিন্ন থানায় খোঁজখবর নিয়ে দেখেন, সেখানেও নেই। সবশেষে মঙ্গলবার রাতে রিয়াদ সেমোসি হাসপাতালে খবর নিতে গেলে তার সন্ধান পাওয়া যায়।

রিয়াদ সেমোসি হাসপাতাল কতৃপক্ষ জানায়, স্থানীয় পুলিশ তাকে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করান। ডাক্তার পরীক্ষা করে দেখেন তিনি মৃত। তবে ইউসুফ হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview