Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গর্ভভাড়া করে মা হলেন একতা কাপুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩২ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview


টিভিপর্দা ও বলিউড সিনেমার খ্যাতনামা প্রযোজক একতা কাপুর। দীর্ঘ ৪৩ বছর পার হলেও বিয়েতে কোন আগ্রহ নেই তার। তবে সন্তান পালনের ইচ্ছা ছিলো। আর তাই সারোগোসি পদ্ধতি (গর্ভভাড়া) অবলম্বনে ছেলেসন্তানের মা হলেন তিনি।

এবারই প্রথম সারোগোসির মাধ্যমে সন্তানের মা হলেন তিনি। এই পদ্ধতিতে মা হওয়ার জন্য তার ভাই তুষার কাপুর থেকে অনুপ্রাণিত হয়েছেন একতা। ২০১৬ সালে সারোগোসির মাধ্যমে ছেলে লক্ষ্যকে জন্ম দেন তুষার।

একতা ও তুষার কাপুর হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র কাপুর ও প্রযোজক শোভা কাপুরের সন্তান। একতা শিশুদের সঙ্গ খুবই উপভোগ করেন। সেটি বোঝা যায় তুষারপুত্র ‘লক্ষ্য’র সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো দেখলেই।

সম্প্রতি নতুন ধারাবাহিকের পাশাপাশি পুরোনো টেলি সিরিয়ালও রিমেক করছেন একতা। ‘কসৌটি জিন্দেগি কি’র সঙ্গে নাগিনের তিন নম্বর সিজন, ‘দিল হি তো হ্যায়’, ‘কেয়ামত কি রাতে’র মতো ধারাবাহিকও চলছে বিভিন্ন চ্যানেলে।

এছাড়া বলিউডে প্রযোজনা করছেন কঙ্গনা রনৌত ও রাজকুমার রাও’র ছবি ‘মেন্টাল হ্যায় কিয়া’, আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল’ এবং সিদ্ধার্থ মালহোত্রা-পরিণীতি চোপড়ার ‘জবরিয়া জোড়ি’।

Bootstrap Image Preview