Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অন্তঃসত্ত্বার গুজব থামাতে অ্যালকোহল পান করলেন প্রিয়াংকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৪ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৪ PM

bdmorning Image Preview


বিয়ের পর থেকে নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারকা দম্পতি প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। বিয়ের কিছুদিন পর প্রিয়াংকার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব ছড়িয়ে পরে। সেই গুজব থামাতে টেলিভিশন সাক্ষাৎকারের মঞ্চে বসে অ্যালকোহল পান করেছেন নায়িকা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে দ্য এলেন ডিজেনারেস এর শোতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন প্রিয়াংকা। সেখানে এলেন ডিজেনারেস প্রিয়াংকাকে জিজ্ঞেস করেন নিকের সঙ্গে বিয়ের সিদ্ধান্তের পেছনে পরস্পরের প্রতি ভাল লাগা ছাড়াও কি অন্য কিছু রয়েছে? প্রিয়াংকা কি মা হতে চলেছেন?

প্রিয়াংকা তার উত্তরে বলেছেন, ‘অন্তঃসত্ত্বা হলে আমি কখনও অ্যালকোহল ছুঁয়ে দেখতাম না।’

অনুষ্ঠানের এক পর্যায়ে আবারও এলেন জিজ্ঞেস করেন, প্রিয়াংকা মা হতে চলেছেন, এ খবরটা তাহলে একেবারেই সত্যি নয়? নায়িকা জানান, টেলিভিশনের সামনেই প্রমাণ করে দেখাবেন যে তিনি অন্তঃসত্ত্বা নন। আদৌ এরকম সুখবর থাকলে তিনি কখনোই গোপন করতেন না।

Bootstrap Image Preview