Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৮ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৮ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাই ও বীরকুৎসা স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে এক অজ্ঞাত নারীর ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে বগুড়ার সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) এ লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারীর আনুমানিক বয়স ৪৫ বছর বলে জানা গেছে। 

এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পর ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রেল লাইনের পাশে অজ্ঞাত ওই নারীর ছিন্নভিন্ন লাশ দেখতে পেয়ে স্থানীয় জনগণ সান্তাহার জিআরপি পুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সান্তাহার জিআরপি থানার ওসি মনিরুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা যেতে পারে। শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই নারীর কোন পরিচয় না পাওয়ায় লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


 

Bootstrap Image Preview