নিজের নামের মান রাখতে পারলেন না মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ফিরেছিলেন বিপিএলের মঞ্চে কিন্তু এই ফেরা তাঁর জন্য শুভো হলো না। হাসলো না তাঁর ব্যাট। চরম ব্যর্থতায় যেন ডুবে গেলেন তিনি।
চলতি বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলছেন টাইগার দলের এই সাবেক টেস্ট অধিনায়ক। কিন্তু একাদশে নিয়মিত হতে পাচ্ছেন না। প্রথম দুই ম্যাচে মুশফিকের একাদশে তাঁর জায়গা হয়েছিলো। কিন্তু ব্যর্থ হয়ে ছিলো তাঁর ব্যাট। প্রথম ম্যাচে তিন রান ও দ্বিতীয় ম্যাচে ২২ রান। দুই ম্যাচে ২৫ রান করেছিলেন এই ডান হাতি ব্যাটসম্যান। এরপর টানা নয় ম্যাচ একাদশে তাঁর জায়গা হয়নি। তাকে ছাড়াই হেসে খেলে প্লে-অফ পর্ব নিশ্চিত করে ফেলেছে চিটাগং।
তাই নিয়মরক্ষার ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে আজ আফগান খেলোয়াড় মোহাম্মদ শেহজাদের পরিবর্তে একাদশে জায়গা হয় এই ডান হাতি ব্যাটসম্যানের। গ্যালারিতে ছিল তাঁর ভক্তদের উল্লাশ।
কিন্তু মাঠে তিনি যেন একাবারেই ঠান্ড ছিলেন ফিল্ডিং করার সময় সহজ দুটি ক্যাচ পরপর ফেলিয়ে দিলেন।
এখানেই শেষ নয়, সিলেটের দেওয়া ১৬৫ রানের লক্ষে ডেলপোর্টের সাথে ওপেনিং ব্যাটিং করতে আসেন। সেখানেও ব্যর্থ হলেন। মাত্র দুই বল খেলে তাসকিনের বলে উইকেটরক্ষকের কাছে শূন্য রানে ক্যাচ আউট হন। সাথে সাথে থেমে যায় গ্যালারিতে উল্লাশ। মুহুর্তেই যেন সব কিছু নিরব হয়ে যায়।
চলতি বিপিএলে তিন ম্যাচে তাঁর রানের সংখ্যা ২৫। তাঁর এমন বাজে পারফম্যান্স বুঝিয়ে দিচ্ছে প্লে-অফের ম্যাচ গুলোতে তাকে আর একাদশে নাও দেখা যেতে পারে। আশরাফুলের এমন পারফম্যান্সে গ্যালারিতে থাকা ভক্তরা হতাশই হয়েছেন। দীর্ঘ দিন পর প্রিয় খেলোয়াড়ের এমন পারফম্যান্স আশরাফুল ভক্তদের জন্য সত্যিই কষ্টের ছিলো।