Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ৩ মাস যানচলাচল বন্ধ

সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৫ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


পর্যটন নগরী কক্সবাজারের কলাতলীর ডলপিন মোড় থেকে বেলি হ্যাচারী পর্যন্ত প্রায় দেড়শ কিলোমিটার (১৩০০ মিটার) সড়কের সংস্কার কাজ শুরু হচ্ছে।

এ কারণে আগামী প্রায় ৩ মাস এই সড়ক দিয়ে সকল ধরণের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ২ ফেব্রুয়ারী থেকে আনুষ্ঠানিক কাজের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

কক্সবাজার পৌরসভা নিজস্ব তহবিলের প্রায় সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দে বহুমাত্রিক গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র মুজিবুর রহমান।

তিনি জানান, অধিক যানচলাচল ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পর্যটন নগরীর অতি গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল দশা। ছোটখাটো দুর্ঘটনা ঘটছে প্রতিদিন। তাই সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাজ চলাকালীন এই সড়কের বিকল্প হিসেবে লিংকরোড হয়ে মেরিন ড্রাইভ সড়কটি ব্যবহারের অনুরোধ, সেই সাথে নির্মাণকাজ বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন মেয়র মুজিবুর রহমান।

কাজ শেষ না হওয়া পর্যন্ত পৌরবাসী ও সড়ক হয়ে চলাচলকারীদের অনাকাঙ্খিত কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।  

Bootstrap Image Preview