সিলেটে ২ দশমিক ৯ মাত্রার কম্পন্ন অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে কেঁপে ওঠে বাসা-বাড়ি, জনমনে দেখা দেয় আতঙ্ক। অবশ্য এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুমন সাহা বলেন, পর্যবেক্ষণে দেখা গেছে সিলেটের পার্শ্ববর্তী ভারতে কম্পনটির উৎপত্তিস্থল। ২ দশমিক ৯ মাত্রার এ কম্পন কেবল সিলেটেই অনুভূত হয়েছে। এছাড়া কম্পনটি মাত্র একটি স্টেশনেই রেকর্ড সনাক্ত করা সম্ভব হয়েছে।