Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোহাম্মদপুরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৪ AM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৮ AM

bdmorning Image Preview


প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারির মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ঢাকা মহানগরের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ছাড়া অন্যদেরকে ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ করেছিল ডিএমপি। সে অনুযায়ী মোহাম্মদপুরের বিভিন্ন কেন্দ্র ও এর আশেপাশে বহিরাগত কাউকে দেখা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, মোহাম্মদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর মডেল কলেজের সামনে পরীক্ষার শুরুর ঘন্টা খানেক আগে পরীক্ষার্থী ও অভিভাবকরা আসতে শুরু করে। তবে পরীক্ষা পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রের আশপাশ থেকে অভিভাবকদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে দায়িত্বরত পুলিশ আজহার হোসেন বলেন, শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা চলছে। পরীক্ষা কেন্দ্রের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থী ও অভিভাবকরা আমাদের যথাযোগ্যভাবে সাহায্য করেছে।

শাহানাজ বেগম নামের এক অভিভাবক বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে সরকারের গৃহীত পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। এবার যেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে সেভাবে আমার মনে হয় প্রশ্নপত্র ফাশ ঠেকানো সম্ভব।

ছেলেকে পরিক্ষা কেন্দ্রে নিয়ে আসা আলমগীর হোসেন বলেন, পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হয়। কিন্তু দেশে যেভাবে প্রশ্নফাশ শুরু হয়েছিল তাতে জাতির মেধা বিনাশ হওয়ার পথে ছিল। কিন্তু এবার সরকারের নেওয়া পদক্ষেপে আপাত দৃষ্টিতে ভালো কিছু হবে বলেই আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, ডিএমপির দেওয়া বিজ্ঞপ্তিতে অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে, মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় শিক্ষার্থীরা গতবারের মত এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ আসনে বসেছে। সারাদেশে এবার ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা চলবে।

পরীক্ষার প্রথম দিন শনিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা চলছে।

এবার সারা দেশে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৭ লাখ ১০২, দাখিল ৩ লাখ ১০ হাজার ১৭২ এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ পরীক্ষার্থী রয়েছে।

মোট পরীক্ষার্থীর মধ্যে ১৭ লাখ ৪০ হাজার ৯৩৭ জন নিয়মিত। বাকিদের কেউ গত বছর এক বিষয়ে, কেউবা দুই ও ততোধিক বিষয়ে ফেল করেছিল।সব মিলে অনিয়মিত পরীক্ষার্থী ৩ লাখ ৯১ হাজার ৫৪ জন, আর ফল উন্নয়ন প্রার্থী ৩ হাজার ৩৪২ জন।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন। এর মধ্যে ছাত্রী ৫৬ হাজার ২০৫ জন। বাকি ৪৭ হাজার ২২৯ জন ছাত্র। এবার বিজ্ঞানে পরীক্ষার্থী বেড়েছে।

এ বছর ৫ লাখ ৪১ হাজার ৩৫৩ জন বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে। গত বছর বিজ্ঞানে পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৩ হাজার ৬২৭ জন।

৩ হাজার ৪৯৭ কেন্দ্রে হচ্ছে এ পরীক্ষা। ২৮ হাজার ৬৮২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএস-এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হয়েছে।

 

Bootstrap Image Preview