Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেপার সেফিফাইনালে বার্সার প্রতিপক্ষ রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১১ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৭ PM

bdmorning Image Preview


শুক্রবার স্প্যানিশ কোপা দেল’রের প্রতিযোগিতার সেমি ফাইনালের লড়াইয়ে চারের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই ড্রয়ের তালিকায়  ভ্যালেন্সিয়ার, রিয়াল বেটিস, বার্সেলোনার সঙ্গে চতুর্থ দল হিসেবে ছিল রিয়াল মাদ্রিদ। ড্রতে রিয়ালের প্রতিপক্ষ হিসেবে উঠেছে বার্সেলোনার নাম। আর  অন্য সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে রিয়াল বেটিস।

কেপা দের’রের সেমিফাইনালে বাড়তি দুটি এল ক্লাসিকো দেখার সুযোগ পাচ্ছে ফুটবল ভক্তরা।  দুই পর্বের সেমিফাইনালের প্রথমটি অনুষ্ঠিত হবে ৬  ফেব্রুয়ারি আর ফিরতি লেগ হবে ২৮ ফেব্রুয়ারি। সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ তাদের চির প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে বার্সার হোম ভেন্যু ন্যু ক্যাম্পে। পরের ম্যাচ অনুষ্ঠিত হবে রিয়ালের মাঠ বার্নাব্যুতে।

কোপা ডেল রে টুর্নামেন্টে এই দুই দু’দল এর আগে ২০ বার পরস্পর মুখোমুখি হয়েছে। এর মধ্যে দু’দলই জিতেছে ১০টি করে ম্যাচ।

২০১৩-১৪ মৌসুমে সর্বশেষ কোপাতে দেখা হয়েছিল দুই দলের। ফাইনালে বেলের নৈপুণ্যে হেরে গিয়েছিল বার্সা। রিয়ালের সর্বশেষ কোপা দেল রে জয়ের ঘটনা এটি।

Bootstrap Image Preview