মাঠে চলতে বিপিএল গ্রুপ পর্বের শেষ দিনের খেলা। এ সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে ক্রিকেট বোর্ডের সভা চলছে। শনিবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শুরু হয় এই সভা।
বিসিবির সভায় মূল এজেন্ডার মধ্যে রয়েছে পূর্বাঞ্চলে সরকারের নিকট থেকে জমি বুঝে পাওয়ার পর স্টেডিয়াম নির্মানের কাজ শুর করা। এর পরেই আলোচনায় রয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির নতুন করে লিটন দাসের নাম যুক্ত করার বিষয়টি। যদিও বিসিবির কোনো কর্মকর্তা এ বিষয়ে এখনো কোনা বক্তব্য দেয়নি। তবে গেল বছরের ভালো পারফরম্যান্সের সুবাদে তিনি কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে যাচ্ছেন। গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ১০ ক্রিকেটার।
কেন্দ্রীয় চুক্তিতে রুকি ক্যাটাগরিতে যোগ হতে পারে নাঈম হাসান কিংবা আবু জায়েদ রাহীর নাম। এছাড়া আলোচনায় আছে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের বাংলাদেশে আগমনের বিষয়টিও। তিনি ৬ ফেব্রুয়ারি বিপিএল ফাইনালে দেখার জন্য বাংলাদেশে আসছেন।
এছাড়া আজ বিসিবির মিটিংয়ে বিশ্বকাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আর কিছু সময় পরই শেষ হতে যাচ্ছে বিসিবির মিটিং। এরপরই বিস্তারিত জানা যাবে।