Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গায়িকাকে বিয়ে করছেন দীপিকার প্রাক্তন প্রেমিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


বলিউডে অভিষেকের আগে বেঙ্গালুর থেকে মুম্বাইয়ে আসেন নীহার পাণ্ডে ও দীপিকা পাডুকোন। মুম্বাইয়ে নিজেদের প্রতিষ্ঠা করার সংগ্রামের মুহূর্তগুলোতে দু’জনে একসঙ্গে থেকেছেন। সে সময় একত্রে একটি মিউজিক ভিডিওতেও কাজ করেছিলেন। দু’জনেই সিনেমায় সুযোগ পেলেও দীপিকা ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন। প্রথম সারির নায়িকাদের কাতারে পৌঁছে যাওয়ার পর নীহারের সঙ্গে ব্রেকআপ করেন এই অভিনেত্রী।

গেলো বছরের ১৪ নভেম্বরে রণবীর সিংয়ের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েছেন দীপিকা পাডুকোন। প্রাক্তন প্রেমিকার সঙ্গে মিল রেখে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি গায়িকা নীতি মোহনকে বিয়ে করবেন নীহার পাণ্ডে। দুজনের বিয়ের ব্যবধান মাত্র তিন মাস। একই তারিখে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে হয়ত গোপন কোন বার্তা দিতে যাচ্ছেন নীহার।

সম্প্রতি 'দ্য কপিল শর্মা শো'তে অতিথি হিসেবে এসেছিলেন নীতি মোহন ও নীহার পাণ্ডে। সেখানে বিয়ের তারিখ ঘোষণা দেন তারা। এক বছরের প্রেমকে পরিণয়ে রূপ দিতে চলেছেন তারা।

নিহার এখনও নিজেকে দীপিকার প্রেমিক হিসেবে দেখে। দীপিকার প্রাক্তন শুনতে নারাজ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীহার ক্ষোভপ্রকাশ করে বলেন, তিনি দীপিকার প্রেমিক ছিলেন। তবে তার নিজস্ব একটি পরিচয় আছে।

উল্লেখ্য, দীপিকার সাবেক প্রেমিক নীহার অভিনেতা ও মডেল হিসেবে পরিচিত। সর্বশেষ ‘মনিকর্নিকা-দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমায় কাজ করেছেন তিনি। অন্যদিকে তার হবু স্ত্রী নীতি মোহন পরিচিতি পান ‘জাব তাক হ্যায় জান’ সিনেমার ‘জিয়া রে’ গান দিয়ে৷ এছাড়া তার ‘তুনে মারি এন্ট্রি’ গানসহ সিনেমার বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে।

Bootstrap Image Preview