Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুতিনের বন্ধুর সাথে প্রমোদ তরীতে গিয়ে বিপাকে বেলারুশের মডেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৫ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৫ PM

bdmorning Image Preview


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু ওলেগ ডেরিপাসকার সঙ্গে প্রমোদ তরীতে সময় কাটাতে গিয়ে ধরা খেয়েছেন বলে জানিয়েছেন বেলারুশের মডেল নাসতিয়া রিবকা।

আর হঠাৎ প্রাপ্তির এই বিষয়টি গর্ব করে পৃথিবীকে জানাতে গিয়েই রিবকাকে জেল খাটতে হয়েছিল বলে এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে জানান তিনি।

রিবকা নামে পরিচিত হলেও বেলারুশিয়ান এই মডেলের আসল নাম আনাসতাসিয়া ভাসুকেভিচ। থাইল্যান্ডের জেলখানায় প্রায় এক বছর তিনি কারাবন্দি ছিলেন। এটিকে তিনি তার জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মনে করেন।

পুতিনের ক্ষমতাধর সহযোগী ওলেগ ডেরিপাসকা সম্পর্কে তিনি বলেন, আমি তার প্রেমে পড়ে যাই। সে খুবই আকর্ষণীয় পুরুষ এবং তার দারুণ সুন্দর দুটি চোখ।

রিবকা বলেন, আমি সবসয়ই চেয়েছিলাম দেরিপাসকার প্রমোদ তরীতে যেতে। আর ২০১৬ সালে এই চাওয়া পূর্ণ হয়। কিন্তু, এ নিয়ে মুখ খোলায় দেরিপাসকার কাছে থেকে দুঃখ ছাড়া আর কিছু মেলেনি।

Bootstrap Image Preview