কর্মকর্তাদের মধ্যে নৈতিকতা ও পেশাদায়িত্ব থাকতে হবে। এ দু’টি বিষয় যদি একজন কর্মকর্তার মধ্যে না থাকে তাহলে তিনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না। বিশ্বায়নের এই যুগে তিনি সকল ক্ষেত্রেই পিছিয়ে যাবে।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে আইকিউএসি'র সেমিনার কক্ষে দিনব্যাপী 'বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার কার্যকারিতা' শীর্ষক সেমিনারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী।
তিনি বলেন, প্রত্যেক কর্মকর্তার মধ্যে দেশপ্রেম থাকতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সূর্যোদয় থেকে মধ্যরাত পর্যন্ত নিজেকে উদার করে দিয়েছেন দেশের জন্য। সেখানে আমাদের বসে থাকার কোন সুযোগ নেই। তাই দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, জাতীয় এ উন্নয়নের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও কাজ করে যেতে হবে। একজন কর্মকর্তা হিসেবে সময়ের প্রতি গুরুত্ব দিতে হবে। যে কোন কাজ আমি সঠিক সময়ের মধ্যে করতে পারছি কি না, সে দিকে লক্ষ্য রাখতে না পারলে কাজে পিছিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি কর্মকর্তাকে প্রযুক্তি ব্যবহারের জ্ঞান অর্জন করতে হবে। তা না হলে তথ্য, প্রযুক্তির এ যুগে নিজেকে ধরে রাখা কঠিন হয়ে পরবে।
আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. কে.এম আব্দুস ছোবহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের উপ-পরিচালক ও এলজিইডির প্রশিক্ষক ড. মোঃ জহুরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অফিসের বিভিন্ন পর্যায়ের ৫০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।