Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এক সাথে রাজশাহী ও খুলনাকে হারালো ঢাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৭ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৭ PM

bdmorning Image Preview


বিপিএলের টিকে থাকার লড়াইয়ে দুর্বল খুলনা টাইটান্সকে উড়িয়ে দিয়ে প্লে-অফ পর্বে জায়গা করে নিলো সাকিবের ঢাকা ডাইনামাইটস। 
হারলেই ছাড়তে হবে বিপিএলের মাঠ এমন সমীকরণে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইটান্সের মুখোমুখি হয় সাকিবরা।

প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করে মাহমুদউল্লাহরা। 

লো স্কোর এই রানের লক্ষে ব্যাটিং করতে নেমে যেন হেসে খেলে  ৬ উইকেটে  জয় তুলে নিয়ে ঢাকা ডাইনামাইটস। 

ঢাকার এই জয়ে প্লে-অফ পর্বে খেলার স্বপ্ন শেষ হয়েছে রাজশাহী কিংসের। ঢাকা আজ হারলে রাজশাহী প্লে-অফ খেলতে পারলো। 

বিপিএল থেকে বিদায় নেওয়া খুলনা টাইটান্সের এই ম্যাচ জয়ের জন্য যেন কোন ইচ্ছাই ছিলো না। ব্যাটে বলে ছিলো না কোন ছন্দ। বিপিএলের ষষ্ঠ আসরে চরম ব্যর্থতাঁর পরিচয় দিয়েছে মাহমুদউল্লাহর এই দল।জয়ের দেখা পেয়েছেন মাত্র দুটি ম্যাচে। তাই শেষ ম্যাচেও হারের ধারবাহিকতা ধরে রাখলেন। বের হতে পারলেন না হারের বৃত্ত থেকে। 

ঢাকা ডাইনামাইটসের সংক্ষিপ্ত স্কোরঃ ১২৪/৪
 
নারিন(৩৫), সাকিব(১), মিজানুর(০), থারাঙ্গা(৪২), সোহান(২৭)*, পোলার্ড(৯)*। 
উইকেট নিয়েছেনঃ মাহমুদউল্লাহ ২/১৪, তাইজুল ১/২৩,  সাদ্দাম ১/২৬। 

খুলনা টাইটান্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১২৩/৯
টেইলর(১৮), জুনায়েদ(২), মালান(৭), মাহমুদউল্লাহ(১৪), শান্ত(২৪), আল আমিন(১২), ভেসি(৩০), তাইজুল(১২), সাদ্দাম(১) ও জুনায়েদ(০)*।
উইকেট নিয়েছনঃ রবেল ২/২৭, সাকিব ২/৩২ , নারিন ১/২০, অনিক ১/২০।

Bootstrap Image Preview