Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্লে অফ লড়াইয়ের টিকের মুল্য ও কোথায় পাবেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৩ PM

bdmorning Image Preview


শনিবার বিপিএল ষষ্ঠ আসরে সাত দলের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। প্লে অফ লড়াইয়ে জায়গা করে নিয়েছে ক্রমঅনুসারে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স , চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। এই চারটি দল নিয়ে ৪ ফ্রেবুয়ারি থেকে শুরু হচ্ছে প্লে অফের লড়াইয়ের টিকিট মূল্য ঘোষণা করা হয়েছে। প্লে-অফের পর রয়েছে বহুল আকাঙ্খিত ফাইনাল, যেটা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্লে অফের আগে আজকের দিন বিপিএলে রয়েছে বিরতি। আজ থেকেই প্লে-অফের টিকেট বিক্রি শুরু হচ্ছে অনলাইনে। 

মিরপুরের দু’টি বুথে বিক্রি হবে টিকেট। একটি, সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথ এবং আরেকটি শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথে বিক্রি হবে টিকিট।

এদিকে দু’টি অনলাইনে বিক্রি হবে টিকিট। একটি Shohoz.com, অন্যটি ও I Ucash-এ টুর্নামেন্টের ফাইনালের সাধারণ গ্যালারির মূল্য ৪শ’ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ৪ হাজার টাকা। আর শেড দেওয়া গ্যালারির মূল্য ৫শ’ টাকা, ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের মূল্য ১ হাজার টাকা করে। ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার।

এছাড়াও এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়রের টিকেটের দাম ঘোষণা করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারে ম্যাচে সাধারণ গ্যালারির টিকেটের মূল্য ৩০০ টাকা। শেড দেয়া গ্যালারির টিকেটের মূল্য ৪০০ টাকা, ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকেটের মূল্য ৭০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড টিকেটের মূল্য ৪ হাজার টাকা। রোববার থেকে এই রাউন্ডের টিকেট বিক্রি শুরু হবে।

৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাধারণ গ্যালারির টিকেটের মূল্য ১০০ টাকা। শেড দেয়ার গ্যালারির টিকেটের মূল্য ১৫০ টাকা, ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকেটের মূল্য ৩০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার টাকা। মঙ্গলবার থেকে এ ম্যাচের টিকেট বিক্রি শুরু হবে। প্লে-অফের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকেই পাওয়া যাবে এই ম্যাচের টিকিট। ফাইনালের জন্য গ্যালারি (রেগুলার) টিকিটের মূল্য ৪০০ টাকা, গ্যালারি (শেড) ৫০০ টাকা, ক্লাব হাউজ আর ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০০ টাকা।

Bootstrap Image Preview