Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে যুবকের রহস্যজনক মৃত্যু 

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৬ AM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে শুভ আহমেদ (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে ট্রেনে এ ঘটনাটি ঘটে। নিহত শুভ অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে তাৎক্ষণিক পুলিশ উদ্ধার করে। তবে পুলিশ এখন পর্যন্ত ধারণা করতে পারছে না যে আত্মহত্যা নাকি রহস্যজনক মৃত্যু।

ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে যুবকের মৃত্যুটি রহস্যজনক বলে ধারণা করছেন তিনি। ঘটনাটি তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

Bootstrap Image Preview