Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যবিপ্রবিতে মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতি গঠন

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৩ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৩ AM

bdmorning Image Preview


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতি।

শনিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় মাগুরা জেলার শিক্ষার্থীদের নিয়ে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।

নবগঠিত এ সমিতির সভাপতি হাসান মাহমুদ নূর, সাধারণ সম্পাদক পদে ইলিয়াস হোসাইন রকি, সহ-সভাপতি আসিফ আল মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. মোসাব্বির হোসাইন নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক-১ রুমা মণ্ডল, সাংগঠনিক সম্পাদক-২ শাওন আহমেদ, প্রচার সম্পাদক মৃন্ময় কুমার শীল, উপ প্রচার সম্পাদক নাসের আরাফাত,অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ ইমন, সহ অর্থ সম্পাদক শিরিনা আক্তার, দপ্তর সম্পাদক-১ শেখ ফজলে রাব্বি ,দপ্তর সম্পাদক-২ নাইমুর রহমান, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক শুভ সাহা, ক্রিয়া সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক সুবরনা ইসলাম, কার্যনির্বাহী সদস্য- মেহেদি হাসান  ও তুহিব্বুল ইসলাম।

আগামী এক বছরের জন্য এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়। কমিটির উপদেষ্টা হিসেবে আছেন যবিপ্রবিতে কর্মরত মাগুরা জেলার শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে যবিপ্রবি শাখা ছাত্রলীগ, যবিপ্রবি সাংবাদিক সমিতি-যবিপ্রবিসাস এবং বিভিন্ন স্তরের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।

Bootstrap Image Preview