মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদে অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলামকে সভাপতি এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস.এ মালেক স্বাক্ষরিত ’বঙ্গবন্ধু পরিষদ’ এর ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের ধারা ১৩ অনুসারে ১০১ সদস্য বিশিষ্ট গঠিত কমিটির অনুমোদন দেয়া হয়।
এছাড়াও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদে অধ্যাপক ড. ইকবাল মাহমুদকে ১ম সহ-সভাপতি, সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদার রহমানকে ২য় সহ-সভাপতি, সহযোগী অধ্যাপক ড. মীর মোঃ মোজাম্মেল হককে ৩য় সহ-সভাপতি, সহযোগী অধ্যাপক ড. লুৎফুননেছা বারিকে ৪র্থ সহ-সভাপতি, সহযোগী অধ্যাপক ধনেশ্বর চন্দ্র সরকারকে ৫ম সহ-সভাপতি, সহযোগী অধ্যাপক ড. মোঃ আছাদুজ্জামান শিকদারকে ৬ষ্ঠ সহ-সভাপতি, সহযোগী অধ্যাপক নুশরাত নাহিদা আফরোজকে ৭ম সহ-সভাপতি, সহযোগী অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হককে কোষাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক ড. শামীম আল মামুনকে ১ম যুগ্ম সম্পাদক, সহযোগী অধ্যাপক ড. মোঃ খাইরুল ইসলামকে ২য় যুগ্ম সম্পাদক, সহকারী অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলামকে সাংস্কৃতিক সম্পাদক, সহকারী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিনকে প্রকাশনা সম্পাদক, সহকারী অধ্যাপক আল আমিন আল আব্বাসীকে দপ্তর সম্পাদক, মোঃ আরঙ্গজেব আকন্দকে প্রচার সম্পাদক এবং ৮৫ জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে।