Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রায়ডু, শঙ্কর ও পান্ডের বীরত্বে ভারতের ২৫২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪০ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪২ PM

bdmorning Image Preview


ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে পঞ্চম তথা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তবে ১৮ রানে ৪ উইকেট হারিয়ে সর্বনিন্ম দলীয় স্কোরের আতঙ্ক পেয়ে বসেছিল তাদেরকে। তবে রায়ডু, শঙ্কর ও পান্ডের ব্যাটিংয়ে ২৫২ রানে লড়াকু স্কোর পেল ভারত। 

তিন ম্যাচের সিরিজের শেষটিতে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ১৮ রানের চার ব্যাটসম্যানকে হারিয়ে বসে তারা। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান রোহিম শর্মা, শিখর ধাওয়ান ও শুভমান গ্রিল কেউই দুই অঙ্কের  ঘরে রান তুলতে পারেননি। মিডল অর্ডারের ভরসা ধোনি দলের প্রয়োজন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ১ রানে বোল্টের বলে আউট হয়েছেন। 

তবে পঞ্চম উইকেটে রায়ডু ও শঙ্করের ব্যাটিংয়ে বিপর্যয় কাটিয়ে ওঠে ভারত। এই জুটিতে ৯৮ রান তোলে ভারত। এ সময় ৪৫ রান নিয়ে ফিরে যান শঙ্কর। এরপর ষষ্ঠ উইকেটে কেদার যাদবকে নিয়ে নতুন জুটি গড়েন রায়ডু। দলীয় ১৯০ রানে সেঞ্চুরি না পাওয়ার হতাশ নিয়ে রায়ড়ু ফিরে গেলে ৭৪ রানের জুটির সমাপ্তি হয়। হেনরির বলে ১১৩ বল খেলে ৯০ রান প্যাভিলনে ফেরেন রায়ডু।

১৩ রানের ব্যবধানে হেনরির বলে যাদব ৩৪ রান ফিরে গেলে কিছুটা চোপে পড়ে ভারত। তবে সেই চাপ তুড়ি মেরে উড়িয়ে দেন হার্দিক পান্ডে। ২২ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে লড়াই করার পুজি পেয়ে যায় ভারত। ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫২ রানে শেষ হয় ভারতের ইনিংস। 

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ৩৫ রান খরচায় ৪টি উইকেট নেন হেনরি। ৩৯ রানে বোল্ট ৩টি এবং ১টি উইকেট নেন নিশম। 

Bootstrap Image Preview