Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি বদরুল আনাম সৌদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৫ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৫ PM

bdmorning Image Preview


নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদ হার্ট অ্যাটাক করেছেন। গত শনিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বুকে ব্যথা অনুভব করায় তাকে পপুলার হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে সেখান থেকে হৃদরোগ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, সৌদের হার্টে ব্লক ধরা পড়েছে। হৃদরোগ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ডা. বদিউজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এই নির্মাতা। তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তার জানিয়েছেন, সৌদ এখন শঙ্কামুক্ত।

টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টর'স গিল্ডের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন বলেন, ‘ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু, কচি খন্দকার, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, সাজু খাদেম, সাজ্জাদ সনি, পিকলু চৌধুরীসহ অনেকেই হাসপাতালে সৌদকে দেখতে এসেছেন। অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাও এখানে রয়েছেন।’

Bootstrap Image Preview