Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গণধর্ষণ মামলায় অভিযুক্ত নুসরাত!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৬ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৬ PM

bdmorning Image Preview


কলকাতার পার্ক স্ট্রিটে এক গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছিলেন টালিউডের অভিনেত্রী নুসরাত জাহান। ২০১২ সালে কলকাতায় এই গণধর্ষণ হয়। নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, তিনি অপরাধীদের পালাতে সহায়তা করেছিলেন।

সেই ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত আসামী ছিলো নুসরাতের প্রেমিক কাদের খান। জানা গেছে, কলেজ জীবন থেকেই কাদেরের সঙ্গে পরিচয় ও সম্পর্ক নুসরাতের। বিয়ের কথাও চলছিল। কিন্তু পার্ক স্ট্রিটে ঐ ঘটনার পর কাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে মুখ খুলতে রাজি নন অভিনেত্রী।

ঘটনার প্রথমেই অভিযোগ উঠছিল বয়ফ্রেন্ড কাদেরকে পালাতে সাহায্য করেন নুসরাত। পলাতক কাদের যখন মুম্বাইয়ে ছিলেন তখন দুজনের দেখা করার অভিযোগও ওঠে।

পুলিশ সূত্রে জানা যায়, মুম্বাইয়ের এক হোটেলে একই রুমে ছিলেন নুসরাত ও কাদের। এর প্রমাণ হোটেল রেজিস্ট্রার থেকে মিলেছে। আরও অভিযোগ উঠছে, প্রভাবশালী মহলে নিত্য যাতায়াত নুসরাতের। সেই কারণেই এত দীর্ঘ সময় পুলিশের চোখে ধুলো দিয়েছে কাদের খান।

Bootstrap Image Preview