Bootstrap Image Preview
ঢাকা, ০৬ বুধবার, আগষ্ট ২০২৫ | ২২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাতিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৩ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৩ PM

bdmorning Image Preview


নোয়াখালী হাতিয়া উপজেলার চরলটিয়া জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক নিলু রানি দাস বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, তিনি বিনা অনুমতিতে গত ২৩ জানুয়ারি থেকে তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। একারণে ওই বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে। তিনি কর্তৃপক্ষে অনুমোদন ছাড়াই বর্তমানে ভারতে রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষক বিনা অনুমতিতে প্রায় কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে উপবৃত্তি প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তার এসব অনিয়মের বিষয়ে ছাত্র ছাত্রীর অভিভাবকরা লিখিত ভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমির হোসেন বলেন, নিলু রানী দাস দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ নিয়ে তাঁকে দুবার শোকজ করা হলেও তাঁর কাছ থেকে কোনো জবাব পাইনি। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গত বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রতিবেদন পাঠানো হয়েছে।

চর লটিয়া জুনিয়র হাই স্কুল কমিটির সভাপতি আলাউদ্দীন আজাদ জানান আমি বিষয়টি জানি, তার এরকম অনিয়ম কারো কাম্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার অনিয়মের যথাযথ ব্যবস্থা নেওয়া ছাড়া কিছুই করার নেই।

Bootstrap Image Preview