Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদকিকে হুমকি

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৮ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৮ PM

bdmorning Image Preview


নরসিংদীর বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের উপভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় এক সাংবাদকিকে হুমকি দেওয়ায় অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গত ২৯ জানুয়ারি উপভূমি সহকারী কর্মকর্তা শান্তিলাল বাবুর অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে  সল্লাবাদ ভূমি অফিসের সামনে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় এলাকাবাসী। সেই মানববন্ধন কর্মসূচির সংবাদ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে ওই ভূমি কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে সাইফুল ইসলাম রুদ্র নামে এক স্থানীয় অনলাইন পত্রিকার সাংবাদিককে বিভিন্নভাবে হুমকি দেয়। এছাড়া তাকে ঘুষ দিয়ে ঘটনা ধামা চাঁপা দেওয়ার চেষ্টা করে।

এ ব্যাপারে জানার জন্য উপভূমি সহকারী কর্মকর্তা শান্তিলাল বাবুর সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, বিগত সময় ধরে এই শান্তিলাল বাবু মানুষদের হয়রানিসহ বিভিন্ন কৌশল ব্যবহার করে মোটা অঙ্কের অর্থ বাণিজ্য করে আসছে। তাই উর্দ্ধতন কর্মকর্তাগণের উচিৎ বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

জানা যায়, তার এ অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচিতে তারা নরসিংদী জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন। 

অভিযোগপত্রে এলাকার বাসিন্দা জসিম, আলফাছ মিয়া, মিলন, জলিল, খলিল, মোঃ শফিকুল ইসলাম (বাহার), ফয়েজ, রহমান, আকাশ, মোঃ অনিক মিয়া, মোঃ আকাশ, মোঃ হাসান মিয়াসহ এলাকার লোকজন বলেন, কৃষকদের কাছ থেকে মোটাঅঙ্কের অর্থ বাণিজ্যসহ বাড়ীর পাশে কাটা গাছ অফিসে এনে প্রায় বিশ হাজার টাকার মতো আত্মসাৎ করেন তিনি।

তারা আরও জানান, আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করলে কোন সূরাহা না পেয়ে ওইদিন এই মানববন্ধন কর্মসূচি পালন করি।

এদিকে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মিলন জানান, আমার জমি খারিজ করার কথা বলে আমার কাছ থেকে ষাট হাজার টাকা নিয়েছে ও আমার দোকান থেকে সে দুই জোড়া জুতা নিয়েও টাকা দেয়নি এবং এই টাকা চাইতে গেলে আমার স্ত্রীকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

এদিকে বেলাব উপজেলায় গত ২৯ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি অবগত করলে তাৎক্ষনিক উপজেলা ভূমি কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। 

 

Bootstrap Image Preview