সাতক্ষীরার দেবহাটা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন যোগদান করেছেন।
তিনি আজ রবিবার আনুষ্ঠানিকভাবে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।
তিনি ইংরেজিতে অনার্স শেষ করে ২০১১ সালে ২৯তম বিসিএস’র ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অন্তভূর্ক্ত হন। চাকুরী জীবনে তিনি ঝিনাইদাহ পরে বরগুনা, পটুয়াখালির মির্জানগরে দায়িত্বপালন দেবহাটায় যোগদান করেছেন। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা। সংসার জীবনে এক পুত্র ও এক কন্যার জনক।
এদিকে দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দেবহাটা প্রেসক্লাবের নেতৃত্ববৃন্দরা। রবিবার ১১টায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে এ শুভেচ্ছা জানান নেতৃত্ববৃন্দরা।
শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম -আহবায়ক আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম বাপ্পা, যুগ্ম-সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্য-নির্বাহী সদস্য মোমিনুর রহমান।
এছাড়াও দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শফিউল বশার, উপ- সহকারী প্রকৌশলী মোঃ ওয়ালীউল্যাহ, প্রকল্প বহুমুখি ঘুর্ণিঝড় আশ্রায়কেন্দ্রের কার্য-সহকারী রাজু আহম্মেদ, অফিস সহায়ক মুহাম্মাদ খাইরুল ইসলাম, মাষ্টাররোল মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় নির্বাহী অফিসার বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়ন বাস্তবায়ন সহযোগী প্রকল্প বাস্তবায়ন দফতর। এই দফতরের মাধ্যমে সরকার বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করে যাচ্ছে। তাই সরকারের উন্নয়ন সঠিক ভাবে বাস্তবায়ন করতে সকলকে নির্দেশ প্রদান করেন।